যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
সোমবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে রাত ৯ টা ৩০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০ টা ৩০ মিনিটে শারজাহ’র উদ্দেশে যাত্রা করবে।
এ ফ্লাইটটি শারজাহ্ পৌঁছাবে বুধবার (২ নভেম্বর) স্থানীয় সময় রাত ২ টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত ৩ টা ৩০ মিনিটে ছেড়ে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০ টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে সকাল ১১ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ১১ টা ৪০ মিনিটে।
ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে প্রতি সপ্তাহে মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।