বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

মেয়েকে সাক্ষী রেখেই গোপন সাক্ষাৎ অভিষেক-ঐশ্বরিয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৪:৩০ am

অভিষেক-ঐশ্বরিয়ার ১৭ বছরের দাম্পত্য নাকি ভাঙনের মুখে। গত এক বছর ধরেই তারকা দম্পতির ডিভোর্স চর্চা তুঙ্গে। যার মধ্যে আবার অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে।

গত ১৭ই নভেম্বর ছিল অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে কোনও শুভেচ্ছা জানাননি অভিষেক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিতাভের তরফেও কোনও বার্তা পাননি আরাধ্যা।

চলতি মাসের গোড়ায় ঐশ্বরিয়ার জন্মদিনেও ঠিক একই দৃশ্য ধরা পড়েছিল। বচ্চনদের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠে। সপ্তাহখানেক আগে বাবার জন্মবার্ষিকীতে মেয়ের জন্মদিনের বেশকিছু মুহূর্ত তুলে ধরেন নায়িকা।

সেই ছবিতে মেয়ের গালে গাল ঠেকিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। তবে দেখা মেলেনি অভিষেকের। মেয়ের ১৩তম জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক, এমনটাই ধরে নিয়েছিল সকলে।

কিন্তু সেই ধারণা একদমই ভুল! আরাধ্যার কৈশোরে পর্দাপর্ণের মুহূর্তের সাক্ষী ছিল তার বাবা। রোববার আরাধ্যার জন্মদিনের অন্দরমহলের ভিডিও এসেছে প্রকাশ্যে। আরাধ্যার বার্থডে পার্টি আয়োজনের দায়িত্বে ছিলেন যতীন ভিমানি।

যতীনের শেয়ার করা ভিডিওতে মেয়ের জন্মদিনের সুষ্ঠ আয়োজনের সঙ্গে তাকে ধন্যবাদ জানান অভিষেক এবং ঐশ্বরিয়া। তবে দুটি পৃথক ভিডিওতে ধরা দিয়েছেন দু’জন। একফ্রেমে আসেননি।

যেন অনেকটা গোপনীয়তা রেখেও লাভ হলো না। তারা দু’জন একফ্রেমে ধরা না দিলেও মেয়ের জন্মদিনে একসঙ্গেই ছিলেন সেটা স্পষ্ট। ডিভোর্স জল্পনার মাঝে এই সত্যি সামনে আসতে খানিক স্বস্তিতে অভিষেক-ঐশ্বরিয়া জুটির ভক্তরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD