শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২৪ am

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) জাকার্তার একটি কনভেনশন সেন্টারে ‘এশিয়ান ম্যাটারস : এপিসেন্ট্রারাম অব গ্রোথ’ প্রতিপাদ্য নিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের এই জোটের শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানের পরে কনভেনশন সেন্টারের প্লেনারি হলে রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি গ্রুপ ফটোশুটেও অংশ নেন। রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৮তম ইস্ট এশিয়া সম্মেলনেও যোগ দেবেন। জাকার্তায় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণের পাশাপাশি ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়।

এর আগে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাকার্তা পৌঁছেন। সফরকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের রাষ্ট্রীয় নেতাদের সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আগামীকাল বুধবার (৬ সেপ্টেম্বর) হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রপতি। জাকার্তা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। সূচি অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD