গতকাল শনিবার ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। সে হিসেবে সম্মেলনের দ্বিতীয় দিন আজ। আর এই দিনে সম্মেলন শুরুর আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছেন শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।
রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
বৃষ্টিস্নাত সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে আসা জি-২০ বিশ্ব নেতাদের স্বাগত জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রথমে রাজঘাটে পৌঁছান।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্মেলনের দ্বিতীয় দিনে এক ভবিষ্যত’ শিরোনামে শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তারপরে নয়া দিল্লি নেতাদের ঘোষণাপত্র গৃহীত হবে৷
এদিকে রবিবার দিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র দিল্লি এবং আশেপাশের অঞ্চলগুলিতে বজ্রঝড়ের সাথে হালকা থেকে মাঝারি তীব্রতার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।