শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

মোদিকে পুতিনের ফোন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ৫:০৪ am

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টেলিফোনে মোদিকে পুতিন জানিয়েছেন, জি২০ শীর্ষ সম্মেলনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। তার প্রতিনিধি হিসাবে ভারতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে তিনি যোগ দিতে আসবেন না বলে গত সপ্তাহেই জানিয়েছিল ক্রেমলিন।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আনুষ্ঠানিকভাবে সে কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বিশ্ব আঙিনার বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলা হয়েছে এই ফোনালাপে। দুই দেশের সম্পর্ক ছাড়াও ব্রিকস ইস্যুতেও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। মোদি টেলিফোনে পুতিনের জি২০ শীর্ষ সম্মেলনে কারণ জেনেছেন এবং নয়াদিল্লির প্রতি মস্কোর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দক্ষিণ আফ্রিকায় সদ্য শেষ হওয়া ব্রিকস সম্মেলনেও সশরীরে উপস্থিত ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। অবশ্য ভিডিওতে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন তিনি। প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

ইউক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। যার মানে, বিদেশে সফরে গেলে তিনি গ্রেপ্তার হতে পারেন।

সে কারণে ব্রিকসে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সশরীরে সম্মেলনে হাজির হননি।

গ্রেপ্তার হওয়ার ঝুঁকি এড়াতেই পুতিন এবার ভারত সফরের পরিকল্পনাও বাদ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আইসিসি’র অভিযোগ জোরালভাবে নাকচ করে আসা ক্রেমলিন জানিয়েছে, পুতিন ভারতের জি২০ সম্মেলনেও যোগ দেবেন না।

উল্লেখ্য, ভারতে আগামী ৯-১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD