ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ৪০ মিনিটের ব্যবধানে কমপক্ষে ৬টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পেয়েছেন।খবর তাসের।
পশ্চিমাদের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।
রোববার ভোর পর্যন্ত কিয়েভসহ আশপাশ এলাকায় বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে।
কিয়েভের কর্তৃপক্ষ রোববার সকালে এক টেলিগ্রাম বার্তায় এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রাশিয়ার বিমান হামলার বেশির ভাগ প্রতিহত করতে পেরেছে ইউক্রেন।
রোববার ভোরে সামি ও শেরনিকভ অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।