ইউক্রেন যুদ্ধের পর থেকেই পশ্চিমা দেশগুলোর বিভিন্ন নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। আর পশ্চিমা দেশগুলো থেকে দূরে সরে যাওয়ায় এখন অন্যদিকে মনোনিবেশ করছে মস্কো। এর অংশ হিসেবে উত্তর কোরিয়ায় যান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি লিখেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন। খবর আলজাজিরার।
উত্তর কোরিয়ার স্বাধীনতার ৭৮ বছর উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) পুতিনকে চিঠিটি পাঠান কিম। এতে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর বিজয়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী হয়েছিল। আর এই বন্ধুত্ব এখন পূর্ণভাবে তার অজেয়তা এবং শক্তি প্রদর্শন করছে সাম্রাজ্যবাদীদের গুঁড়িয়ে দেওয়ার লড়াইয়ে।’
চিঠিতে কিম আরও লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বন্ধুত্ব এবং সংহতি নতুন চ্যালেঞ্জকে মোকাবিলায় একটি দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কে পরিণত হবে। দুই দেশ সব সময় বিজয়ী হবে এবং একে অপরকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’
এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। অসমর্থিত সূত্র বলছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে। এখন তাদের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্র বলেছে, এ দুই দেশের মধ্যে যদি এ ধরনের কোনো চুক্তি হয়ে থাকে তাহলে এরমাধ্যমে জাতিসংঘের বেশ কয়েকটি রেজ্যুলেশন ভঙ্গ হবে।