রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৭:১২ am

টানা বৃষ্টি ও ভারী বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি থেকে জালিয়াপাড়া যাওয়ার রাস্তায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোর রাতের দিকে খাগড়াছড়ির মহালছড়ি -সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়েছে যানবাহন।

জানা গেছে, ভারি বৃষ্টিতে ভোর রাতে হঠাৎ পাহাড় ধসে পড়ে সিন্দুকছড়ি পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পশে। ফলে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়ার যান চলাচল বন্ধ রয়েছে।

মহালছিড় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, বৃষ্টিতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে আছে। জালিয়াপড়া যাওয়ার পথে পঙ্খিমুড়ায় এসে আটকা পড়ে আছে মানুষ। এখনো রাস্তা বন্ধ আছে।

অতি বৃষ্টিতে পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ, এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কাতেও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে স্থানীয়রা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD