শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

মালিতে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ৬৪, ‘জাতীয় শোক’ ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪২ am

আফ্রিকার দেশ মালিতে পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৯ জন বেসামরিক ও ১৫ সেনা সদস্য রয়েছে। এ ঘটনায় ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। খবর আল জাজিরার।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নাইজার নদীতে চলমান একটি নৌযানে হামলা চালায় জঙ্গিরা। ইঞ্জিন লক্ষ্য করে ৩টি মিসাইল ছোঁড়ে। তাতে লঞ্চে থাকা ৪৯ বেসামরিক আরোহীর সবাই প্রাণ হারান। তারা গাও থেকে মপতি শহরে যাচ্ছিল। হামলার পরপরই ডুবে যায় নৌযানটি। পরে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার হয় মরদেহগুলো।

একই দিন অঞ্চলটির বুরেম সেনা ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী আইএস। হত্যা করে কমপক্ষে ১৫ সেনাসদস্যকে। পাল্টা অভিযানে অন্তত ৫০ জঙ্গির মৃত্যু হয়েছে, এমন দাবি সামরিক মুখপাত্রের। এএফপি জানায়, দুইটি হামলার ‘কৃতিত্ব’ দাবি করেছে আল-কায়েদা সম্পৃক্ত একটি গোষ্ঠী।

প্রসঙ্গত, ২০২১ সালে অভ্যুত্থানের পর মালিতে চলছে জান্তা শাসন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন কর্নেল আসিমি গোইতা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD