শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়বে আজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫৬ am

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভারতের কাছে হেরে শুরু করে বাংলাদেশ। ফাইনালে তাদেরকেই পেল লাল-সবুজের কিশোররা। আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ফাইনাল।

এ-গ্রুপে ভারতের কাছে হারলেও নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মোর্শেদ আলীরা। আর সেমিতে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে।

ফরোয়ার্ড মো. মোর্শেদ আলী বলে, ‘ইনশাআল্লাহ ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে গোল করে দেশের জন্য ট্রফি নিয়ে যাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরেক ফরোয়ার্ড আবু সাইদ বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। পাকিস্তানের বিপক্ষে নিজে গোল করে এবং অ্যাসিস্ট করে দলকে জেতাতে পেরেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। আমাদের ফরোয়ার্ড লাইনের লক্ষ্য থাকবে এই ম্যাচেও দলকে জেতানো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD