শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

পদ্মার ভাঙনে ধসে পড়ল বিদ্যালয় ভবন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ১২:১০ pm

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধসে গেছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে ধূলসড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ২টার মধ্যেই ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ভেঙে পদ্মায় তলিয়ে যায়। এর আগে সোমবার রাত ৯টার দিকে আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনে নিস্ব হয়েছে ১২টি পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্কুলসহ অর্ধশতাধিক বাড়িঘর।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, সকালেই ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও এসেছিলেন। পানি উন্নয়ন বোর্ডও কাজ শুরু করেছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন গণমাধ্যমকে বলেন, গত দুই দিনে পদ্মার আকস্মিক ভাঙনে ঘরবাড়ি ও বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD