আর মাত্র দুই সপ্তাহ পরই পর্দা উঠবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এর আগে, বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পাবে বিশ্বকাপের থিম সং।
এবারের বিশ্বকাপের থিম সং-এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ ‘হৃদয় উদযাপন করে’। এই গানে পারফরম্যান্স করেছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। এ ছাড়া এরই মধ্যে এই গানের পোস্টার প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের এই থিম সংটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গানের পোস্টার শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুরে মুক্তি পাবে গানটি।
থিম সং ছাড়াও বিশ্বকাপে নানান আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। উদ্বোধনী ম্যাচের আগের দিন ৪ অক্টোবর বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশনও হবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও থাকছে বিশেষ আয়োজন।