বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫৩ am

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাহফুজ রহমান মাসুম (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী জুয়েল বলেন, আমরা ডেমরার সানারপাড় এলাকায় একটি ভবনের সাত তলায় কাজ করছিলাম। রড কাটার সময় হঠাৎ অসাবধানতাবশত সাততলা থেকে নিচে পড়ে আহত হয় মাসুম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঢাকাতে মাসুম ডেমরা এলাকায় থাকতেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার পূর্ব চড়া মনি এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD