বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির আহমেদ খান।
সোমবার (২১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একইসঙ্গে এই সেনা কর্মকর্তার চাকরি জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
আর জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মসের দায়িত্ব চালিয়ে আসা কমডোর মিয়া মোহাম্মদ নাঈম রহমানকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।