বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

গভীর রাতে আইফেল টাওয়ারে ঘুম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:১৯ pm

প্যারিসের আইফেল টাওয়ারে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের দুই পর্যটককে। সোমবার টাওয়ারের ওপর তারা ঘুমিয়ে ছিলেন বলে মঙ্গলবার জানিয়েছেন আইফেল টাওয়ার অপারেটর সেতে।

আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশি চলাকালীন নিরাপত্তারক্ষীদের নজরে আসেন এই দুই ব্যক্তি।

পুলিশ সূত্র জানায়, একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়।

সেতে জানিয়েছেন, দুজনকে জিজ্ঞাসাবাদে জন্য প্যারিসের সেভেনথ ডিসট্রিক থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ করা হবে বলে জানান তিনি।

প্যারিসের প্রসিকিউটররা জানান, তারা মাতাল হওয়ার কারণে সেখানে আটকে গেছে বলে মনে হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD