শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

গণমিছিলের অনুমতি চেয়েছে বিএনপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৯:২৬ am

রাজধানীতে গণমিছিল করতে বিএনপি অনুমতি চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়।

আগামী শুক্রবার (১৮ আগস্ট) গণমিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। বুধবার (১৬ আগস্ট) সকালে দলটির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

দলটি জানায় ১৮ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর দয়াগঞ্জ থেকে শুরু করে সায়েদাবাদ ব্রিজ হয়ে ধলপুর, গোলাপবাগ, মানিকনগর বিশ্ব রোড, কমলাপুর স্টেডিয়াম, মুগদা বিশ্ব রোড, খিলগাঁও রেলক্রসিং পার হয়ে শাহজাহানপুর ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে গণমিছিল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির চিঠিতে পুলিশকে জানানো হয়, ১৮ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় গুলশান-২ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে। গুলশান-১, ওয়ারলেস গেট, তিতুমীর কলেজ, মহাখালী জলখাবার রেস্টুরেন্ট, কাঁচাবাজার হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে এসে শেষ হবে।

একই সঙ্গে চিঠিতে উপরোক্ত সড়কগুলোতে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD