বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৭:০৮ am

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সোর্স সন্দেহে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা ইউনুসকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD