বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৬ am

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৪২২ পিস ইয়াবা, ২৫০.৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা ও ১০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD