বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে (পান্থপথ) আইসিসিইউতে রয়েছেন।
গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে আইসিসিইউতে ভর্তি করা হয়।
তার ছেলে অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্বার লাঞ্চে পানি জমাসহ নানা জটিলতা নিয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিসিইউতে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।