রাজধানীর বংশালের আলুবাজার বড় মসজিদের সামনের সেলুনে চাঁদা না দেওয়ায় নারীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া রিতা বেগম বলেন, আলু বাজার এলাকায় আমাদের ছোট একটি সেলুনের দোকান রয়েছে। এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা এর আগেও কয়েকবার আমাদের কাছে চাঁদা চায়। আমার ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ বিকেল ৩টার দিকে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঁদাবাজ শুভ, প্রিন্স, সাফরানসহ ১২/১৫ জনের সন্ত্রাসী দল ধারালো চাপাতি নিয়ে আমাদের পরিবারের ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হয় আমার মা রানু বেগম, আমার ভাই মাসুদ রানা এবং আমার চাচা আব্দুল মাসুম। আমার চাচা আব্দুল মাসুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধী যেই হোক আমরা তাকে আইনের আওতায় আনার আবেদন জানাচ্ছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা বংশাল থানা পুলিশকে জানিয়েছি।