সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটি কঠিন কাজ : কৃষিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫৯ pm

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ গত নির্বাচনে ঘোষণাপত্রে বলেছিল তারুণ্যই শক্তি এবং তরুণরাই আমাদের মূল শক্তি। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণরা শেখ হাসিনার উন্নয়নকে অভিনন্দন জানায়। বিএনপি তারুণ্যের রোড মার্চের নামে সরকার পতনের যে আন্দোলনের ডাক দিয়েছে, শেখ হাসিনা নেতৃত্বে আমাদের যুব সমাজ ও তরুণরাই তাদের ষড়যন্ত্র, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাসহ সব অশুভ কর্মকাণ্ড প্রতিহত করবে।

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে সৃষ্টির সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু সংবিধানে অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হতে হবে‌। এ ছাড়া নির্বাচন কমিশনের কাছে বিকল্প কোনো পথ নেই। সারা পৃথিবীতেই সেটি হয় এবং বাংলাদেশেও সেটি রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটি কঠিন কাজ।

দ্রব্যমূল্যের ওঠা-নামা মূলত এর চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা একটি পন্থা অবলম্বন করছি এতে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় বহুরিয়া ইউনিয়ন একাদশ কচুয়া দুরন্ত স্পোটিং ক্লাবকে (১-০) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD