বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

হার দিয়ে শেষ করল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৫ pm

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আগের ম্যাচেই। থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে আজ ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেও হেরেছে বাংলাদেশ।

ফিলিপাইনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোলশুন্য ড্রয়ে সমতা রেখেছিল বাংলাদেশ। মধ্য বিরতির ১১ মিনিট পরই পিছিয়ে পড়ে জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে লীড নেয় ফিলিপাইন। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে ০-১ গোলের হার দিয়ে বাছাই টুর্নামেন্ট শেষ হয় বাংলাদেশের।

টুর্নামেন্টের বাছাই পর্বের তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে ছয় গোল হজম করেছে মিন্টুর দল বিপরীতে একবারও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। দেশ ছাড়ার আগে বাছাই পর্ব পার হওয়ার আশা ব্যক্ত করলেও বাস্তবে এর ধারে-কাছেও ছিল না বাংলাদেশ। গ্রুপের চার দলের মধ্যে তিন ম্যাচ হেরে শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের।

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড খুব সুখকর নয়। গত আসরে দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক অনেক সময় নিয়ে অনুশীলন করিয়েও সফল হতে পারেননি। এবার মিন্টুও ব্যর্থ হলেন। তবে এবারের মিন্টুর দলে অনেক সামর্থ্য ও যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় ছিলেন জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ততায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD