২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ২০০৮ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ড এড়াতে দেশ ছাড়েন ৭৪ বছর বয়সী এই রাজনৈতিক নেতা।
তবে ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন শেষে মঙ্গলবার থাইল্যান্ডে ফিরেই এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশে ফেরার পরপরই তাকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয় এবং জেলে পাঠানো হয়।
মঙ্গলবার এক প্রতিবেনে এ খবর জানায় কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে টেলিকমিউনিকেশন ব্যবসায়ী থাকসিন সিঙ্গাপুর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টায় পরে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন।
থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরে রাজার ছবিতে শ্রদ্ধা নিবেদন করার কিছুক্ষণ পরেই পুলিশের একটি দল এসে থাকসিনকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। কোর্টে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। পরে তাকে ব্যাংকক কারাগারে নিয়ে যাওয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর আট বছর জেল হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে এই গ্রেপ্তারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন থাকসিন।
এদিকে থাকসিনের মেয়ে পেতোংটার্ন সিনাওয়াত্রা পরিবারের একটি ছবিসহ এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন তিনি। এ সময় পোস্টে “থাইল্যান্ডে আবার স্বাগতম বাবা” জানান পেতোংটার্ন সিনাওয়াত্রা।
থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে দেশে ফিরলেন থাকসিন। থাইল্যান্ডে বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। থাকসিনের দেশে ফেরার ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।