বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে ইসলামবাগের আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৩২ am

প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর ইসলামবাগের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এখন আগুন পুরোপুরি নির্বাপণের জন্য কাজ করছে সেখানে উপস্থিত ইউনিটগুলো।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। পরে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ইউনিটগুলোর সম্মিলিত চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ছাড়া, আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD