মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৮:৩২ am

শ্রীলঙ্কাকে হারাতে পারলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত। একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। এমন ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে করবে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ৩৩তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

এই ম্যাচের আগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভারত। লঙ্কানদের হারালে তাদের সংগ্রহ হবে ১৪ পয়েন্ট। আর ১৪ পয়েন্ট হলে স্বাগতিকরা আসরের প্রথম দল হিসেবে সেমিতে পা রাখবে।

আসরে এখনো পর্যন্ত অপরাজিত ভারত তাদের একাদশে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার ধানাঞ্জয়া ডি সিলভার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমান্থা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশান হেমান্থা, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমান্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD