বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

শান্তর পরিবারে আসছে নতুন সদস্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৯:১৯ am

সাম্প্রতিক সময়কার পারফরম্যান্স দিয়ে কিছুদিন আগেই এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার সুখবর। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেলেন নাজমুল হাসান শান্ত। তার পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য।

বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। মঙ্গলবার ইন্সটাগ্রামে ছবি দিয়ে বিষয়টির জানান দেন খোদ শান্ত নিজেই।

ইন্সটাগ্রামে দেয়া সেই ছবিতে দেখা যায় স্ত্রীক কেক কেটে বিষয়টি উদযাপন করছেন শান্ত।

শান্ত ও রত্না—দুজনই রাজশাহীর অভিবাসি। তাঁদের বিয়েটা হয়েছিল কোভিডের প্রথম দিকে ২০২০ সালের ১১ জুলাই। পারিবারিকভাবে ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত ফর্মে রয়েছেন প্রায় প্রতিটি সিরিজেই। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।

সেই পারফরম্যান্সের বলেই এষীয়া কাপে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD