সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

লাইনচ্যুতির ৩ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলছে ট্রেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৬:১১ am

রাজশাহী রেলওয়ে স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এই ঘটনার তিন ঘণ্টা পরে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটলেও সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়। এরপরে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাতিল করা হয় কমিউটার ট্রেনের যাত্রা।

রাজশাহী রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়। তিন ঘণ্টা পরে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD