করুনারত্নেকে হারানোর ধাক্কা সামাল দিয়ে বড় জুটির পথে নিসাঙ্কা ও মেন্ডিস। ১৯তম ওভারে হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ উঠলে ক্যাচ নিতে ডানদিকে ডাইভ দিয়েছিলেন মুশফিক।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিমের ক্যাচটির পুনরাবৃত্তি করতে পারেননি তিনি। অবশ্য শুরুতে বাঁদিকে একটু এগিয়েছিলেন, পরে ডানদিকে ঝাঁপ দিতে হয়েছে। গ্লাভসে অবশ্য পেয়েছিলেন, রাখতে পারেননি। ফলে ৩৬ রানে জীবন পান নিসাঙ্কা।
অবশ্য ২২তম ওভারের ১ম বলেই নিসাঙ্কার পর মেন্ডিসকেও জীবন দেন শামীম। শরীফুলের শর্ট লেংথের বলে পুল করেছিলেন মেন্ডিস, স্কয়ার লেগে থাকা শামীমের হাত ফসকে বেরিয়ে যায় সেটি। হয়ে যায় ছক্কা। ২৯ রানে জীবন পান মেন্ডিস।
তবে ২৩ তম ওভারে শরীফুলের বলে এলবিডব্লিও হয়ে মাঠ ছাড়েন নিসাঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৫.১ ওভারে ১১৭ । ৭০ বলে অর্ধ শতক পূরন করে এগিয়ে যাচ্ছেন মেন্ডিস অপর প্রান্তে ৫ বলে ৩ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন সাদিরা ।