রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

রোনালদোর জোড়া গোলে বড় জয় আল-নাসরের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৫:২৮ am

দুই হারের ধাক্কা সামলে সৌদি প্রো লিগে ক্রমেই উড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। ধারাবাহিক পারফরম্যান্সে দলকে টেনে নিচ্ছেন পর্তুগিজ এই তারকা। আবারও রোনালদোর জোড়া গোলে বড় জয় পেয়েছে আল নাসর। এই ম্যাচে রোনালদোর পাশাপাশি জালের দেখা পেয়েছেন সাদিও মানে ও সুলতান আল ঘানাম।

মঙ্গলবার (২৯ আগস্ট) কিং সৌদ বিশ্ববিদ্যালয় আল আউয়াল পার্ক মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবকে ৪-০ গোলে হারায় গ্লোবাল ওয়ানরা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে লড়তে থাকে নাসর। ম্যাচের প্রথমার্ধেই দুবার পেনাল্টি কিক পায় তারা। স্পট কিক নিয়ে দুইবারই সফল সিআর সেভেন। লক্ষ্যভেদ করে যথারীতি ট্রেডমার্ক উদযাপনও সেরেছেন সাবেক এই রিয়াল তারকা।

ম্যাচের ১৩ ও ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের ১০ মিনিটে ডি-বক্সের ভেতর বল হাতে লাগে আল শাবাবের এক ফুটবলারের। এরপর ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। এরপর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। এরপর ডি-বক্সে পর্তুগিজ মহাতারকা ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় আল-নাসর। এবারও নিশানাভেদ করেন সিআর সেভেন।

বিরতির আগে ৪০তম মিনিটে নাসরকে আরেক ধাপ এগিয়ে নেন সাদিও মানে। ডান প্রান্ত থেকে রোনালদোর বাড়ানো বল জালে জড়ান তিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে রোনালদোর দল। ম্যাচের ৭৭তম মিনিটে আল-নাসরের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগা। এ ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি।

এরপর ম্যাচের ৮০তম মিনিটে নাসরের লিড বাড়ান সুলতান আল-ঘানাম। বাঁ-পায়ের শটে আল শাবাবের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি।

এর আগে অল্পের জন্য হ্যাটট্রিক বঞ্চিত হন রোনালদো। আব্দুর রহমান গারীবের ক্রসে হেড নিয়েছিলেন তিনি। তবে গোলপোস্টের ডানপাশের বারে লেগে বল ফিরে আসলে জালের দেখা পাননি ৩৮ বর্ষী এই ফুটবলার।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে রোনালদোর দল। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে করিম বেনজেমার আল ইত্তিহাদ। তবে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার দুইয়ে আল আহলি। এ ছাড়া তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্টে টেবিলের তিনে নেইমার জুনিয়রের আল হিলাল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD