মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি এলাকায় রিসোর্টের তালাবদ্ধ কক্ষ থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার ওই এলাকার লেমন গার্ডেন নামের এক রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটক শরীফুল ইসলাম (৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট নুরুল আমিন রাব্বী, শরীফুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজন রিসোর্টে ওঠেন। পরে রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে রিসোর্টের কর্মচারীরা চেকিংয়ে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শরীফুলের মরদেহ পায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিভিন্ন আলামত ও তথ্য নিয়ে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।