রাশিয়ায় মার্কিন দূতাবাসের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
রাশিয়ার এক নাগরিকের সঙ্গে গুপ্তচরবৃত্তিতে সহযোগিতা করার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর সিএনএনের।
মস্কো জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে রাশিয়া ছেড়ে দেশে ফিরে যেতে হবে। বিষয়টি জানানোর জন্য রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
তাকে জানানো হয়েছে, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেফরি সিলিন এবং সেকেন্ড সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে রাশিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
এই দুই কূটনীতিক রুশ নাগরিক আর. শোনোভের সঙ্গে অবৈধভাবে যোগাযোগ রেখে গুপ্তচরবৃত্তি চালিয়েছেন। আর. শোনোভের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতা চালানো এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে সহযোগিতা করার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।