শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

বৃষ্টির কারণে বিলম্বে শুরু ভারত-পাকিস্তানের রিজার্ভ ডে’র খেলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৫ am

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রিজার্ভ ডে’র খেলার শুরুতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি হয়নি। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

১০ সেপ্টেম্বর দুই দলের সুপার ফোরের মহারণের মাঝপথে বাধ সেধেছিল বৃষ্টি। যে কারণে ২৪.১ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা। এরপর ওই দিন আর মাঠে গড়ায়নি ম্যাচটি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পূর্ব নির্ধারিত রিজার্ভ ডে’তে খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার। বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান।

সেই মোতাবেক সোমবার (১১ সেপ্টেম্বর) থেমে যাওয়া জায়গা থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু দিনের শুরুতেই আঘাত হানে বেরসিক বৃষ্টি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস জানার নির্ভরযোগ্য সূত্র অ্যাকুওয়েদারের দেওয়া তথ্যমতে, প্রেমাদাসায় ম্যাচ ডে’র তুলনায় রিজার্ভ ডে’তে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কলম্বোর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। সেই সঙ্গে গোটা শহরের আকাশটাই মেঘে ঢাকা থাকার কথা পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে লক্ষ্য রাখা জরুরি যে ম্যাচের ফলাফল নির্ধারণে গেলে পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে। খেলা শেষ হওয়ার কাট-অফ সময় রাত ১২টা। পাকিস্তানের ইনিংসটি ২০ ওভারের ভেতর শেষ করতে হলে সেটি শুরু করতে হবে রাত ১০টা ৩৬ মিনিটের মধ্যে।

কিন্তু সারাদিন ধরে বৃষ্টি চললে মাঠ খেলার উপযোগী করারই সময় পাওয়া যাবে না। অর্থাৎ ভারত-পাকিস্তানের মধ্যে রিজার্ভ দিনের খেলাও ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD