আগস্ট মাসে দেশের পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৪ হাজার ৫৯৬।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ও বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড(সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডিবিএলের তথ্য মতে, দেশের পুঁজিবাজারে নারী ও পুরুষ বিনিয়োগকারীদের বর্তমান সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৬২১। যা গত ৩১ জুলাই পর্যন্ত ছিল ১৭ লাখ ৪৩ হাজার ২৫।
দুই প্রকার বিও হিসাবের মধ্যে চলতি বছরের ৩১ জুলাই পুরুষ বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ১৩ লাখ ৪ হাজার ৩৭২ আর নারী বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ৪ লাখ ২২ হাজার ৩০১। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৩৫২। সব মিলিয়ে বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ১৭ লাখ ৪৩ হাজার ২৫।
সেখান থেকে সাড়ে চার হাজার বেড়ে গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারী সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৬২১। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীর বিও সংখ্যা ১৩ লাখ ৭ হাজার ৯০১ ও নারী বিনিয়োগকারীর বিও হিসাব ৪ লাখ ২৩ হাজার২৫২। আর বাকি ১৬ হাজার ৪৬৮টি হচ্ছে প্রাতিষ্ঠানিক বিও হিসাব।