সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বস্ত্র-বিমার চমকে পুঁজিবাজারে উত্থান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৯:৪২ am

বস্ত্র ও বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২১ আগস্ট) চাঙ্গাভাবের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এই নিয়ে গত সপ্তাহের বৃহস্পতিবার, চলতি সপ্তাহের রোববার এবং সোমবার টানা তিন কর্মদিবস সূচকের উত্থান হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিটের। তার মধ্যে বিমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে একটি কোম্পানির শেয়ারের দাম, বাকিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে একটি কোম্পানির শেয়ারের দাম, আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। এছাড়া খাদ্য খাতের ২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির, বিপরীতে দাম কমেছে সাতটির।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৫টি প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৬৩ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯১ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- এমারেল্ড অয়েল, লাফার্জহোলসিম, রূপালী লাইফ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বসুন্ধরা সুকুক, মেঘনা লাইফ এবং খান ব্রাদার্স পিপি বেগ ওভেন বেগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৯ পয়েন্টে। সিএসইতে ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৭১ লাখ ২৫৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৩২১ টাকার শেয়ার ও ইউনিটের।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD