দক্ষিণ ইউক্রেনে রুশ সেনাদের গুলিতে রোববার সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু ও তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।
জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে ‘নৃশংস’ হামলা বলে এর প্রতিশোধের অঙ্গীকার করেছেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার কোনো অপরাধ ছাড় পাবে না৷ উদাহরণ হিসেবে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কিছু সাফল্যের উল্লেখ করেন৷
রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন।
মন্ত্রী শায়রোকা বালকাতে হামলার পরের ছবি শেয়ার করেছেন। সেখানে দালান থেকে কালো ধোঁয়া এবং মৃতদের অস্পষ্ট দেহ দেখা যাচ্ছে। গোলাগুলিতে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।