শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

নেইমারের সৌদি অভিষেক দেখবেন যেভাবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ১:১৯ pm

বেশ আলোচনার জন্ম দিয়েই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। স্পেন আর ফ্রান্সের লিগ জেতার পর এবার এশিয়ান ফুটবলে শিরোপার স্বাদ পেতে মরিয়া ব্রাজিলের এই তারকা। নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের আল-হিলাল ক্লাবে। গতবার লিগে তৃতীয় স্থানে থাকা দলটি এবার গড়েছে শক্তিশালী এক দল।

সৌদি আরবের নতুন মৌসুম এরইমাঝে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচ শেষ করেছে প্রতিটা দলই। লিগের প্রথম ম্যাচে আবহার বিপক্ষে দাপুটে জয় দিয়ে প্রতিপক্ষের প্রতি বার্তাও ছুঁড়ে দিয়েছে আল-হিলাল। পরের ম্যাচ ১৯ আগস্ট রাত ১২ টায়। যেখানে তাদের প্রতিপক্ষ আল-ফাইহা।

আল-ফাইহার বিপক্ষে এই ম্যাচ দিয়েই শুরু হতে পারে নেইমারের সৌদি অধ্যায়। ইতোমধ্যে ক্লাবের সঙ্গে সবরকম চুক্তি এবং আনুষ্ঠানিকতা শেষ করেছেন এই ব্রাজিলিয়ান। পুরো ফিট অবস্থায় পিএসজির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নিয়েছিলেন তিনি। আই-ফাইহার বিপক্ষে নেইমারের অভিষেক তাই অনেকটা নিশ্চিতই বলা চলে।

নেইমারের অভিষেক এই ম্যাচটি বাংলাদেশ থেকেও টিভিপর্দায় দেখা যাবে। চলতি বছর থেকেই সৌদি প্রো-লিগ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে সনির টিভি চ্যানেলে দেখা যাবে সৌদি প্রো লিগের ম্যাচ।

নতুন দল আল-হিলালে নেইমার কোচ হিসেবে পাবেন বেনফিকা এবং ফেনেরবাখের সাবেক কোচ জর্জ হেসুসকে। সতীর্থ হিসেবে থাকবেন কালিদু কুলিবালি, রুবেন নেভেস, মিলাঙ্কোভিচ সাভিচ, ম্যালকমের মত তারকাদের।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD