বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

‘নিরাপত্তা চেয়ে’ মার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১১ pm

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বরখাস্ত হওয়া এমরান আহম্মদ ভূঁইয়া পরিবারসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে এমরান আহম্মদ ভূঁইয়া মার্কিন দূতাবাসে গেছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এমরান আহম্মদ ভূঁইয়া শুক্রবার বিকালে জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই পরিবার নিয়ে আশ্রয়ের জন্য মার্কিন দূতাবাসে গেছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর রুনা নাহিদ আক্তার এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নং- ৬) এর ৪ (১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD