বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

নতুন সিনেমায় মিথিলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪১ am

ঢাকার অভিনেত্রী হয়েও নিজ দেশের চেয়ে কলকাতার সিনেমাতেই বেশি দেখা গেছে রাফিয়াথ রশিদ মিথিলাকে। সেই ধারাবাহিকতায় আবারো কলকাতার নতুন সিনেমায় অভিনয় করছেন এ তারকা। সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এটি পরিচালনা করবেন দুলা দে।

গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে নির্মিতব্য এ সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। মিথিলা প্রসঙ্গে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD