বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

দেশ ছাড়লেন বিজয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৯:১১ am

ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। ক্লাসিক এই ওপেনারের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। আর স্কোয়াডে ডাক পাওয়ার চার ঘণ্টা পার হওয়ার আগেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) লঙ্কানদের সঙ্গে ম্যাচের আগেই পাওয়া যাবে তাকে।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে অংশ নেওয়ার জন্য গত ২৭ আগস্ট দেশ ছেড়েছিল টাইগাররা। ওই সময়ে দলের সঙ্গে ছিলেন না লিটন। জ্বরের কারণেই ফ্লাইট মিস করেন তিনি। তবে টুর্নামেন্টের উদ্বোধনী দিন পর্যন্ত এই ওপেনারের জন্য অপেক্ষা করেছেন টাইগার টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ এই সময়ে লিটনের জ্বর সেরে না ওঠায় বিজয়েই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৩০ আগস্ট) দুপুর একটা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিজয়কে দেখা যায়। এ সময় এই ওপেনার জানান, ‘সবাই দোয়া করবেন, যেন ভালো কিছু করতে পারি’।

বিজয়ের ভাষ্যমতে, আমার আসলে বেশি কিছু বলার নেই। শুধু এইটুকু বলার যে সবার প্রচুর ভালোবাসা আর প্রচুর দোয়া ছিল। সেই কারণে হয়তো আজকে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি। আপনারা দোয়া রাখবেন, যেভাবে করে যাচ্ছেন আমার জন্যে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমার শতভাগ দেওয়ার। দোয়া রাখবেন, আমি টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম। জেমি সিডন্সের আন্ডারে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখছি, সুযোগ যদি আসে চেষ্টা করব।

এর আগে, হঠাৎ করে বিজয়কে দলে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, বিজয় ঘরোয়া ক্রিকেটে রানের ধারাতেই ছিল। বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রামে ওকে (বিজয়) আমরা নজরে রাখি। সে সবসময়ই আমাদের পরিকল্পনাতেই ছিল।

তিনি আরও যোগ করেন, লিটনের ছিটকে যাওয়ার আমাদের একজন টপ-অর্ডার ব্যাটারের প্রয়োজন ছিল, যে কিনা উইকেট আগলে ধরে খেলতে পারবে। সে জন্যই বিজয়কে নেওয়া।

যদিও এর আগে লিটনের বিকল্প হিসেবে বিসিবির পরিকল্পনায় ছিলেন সাইফ হাসান। তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তিনিও পরিকল্পনার বাইরে চলে যান। এরপর অবশ্য টেস্টে অভিষিক্ত ওপেনার জাকিরের নামটাও চাউর হয়েছিল। তবে সেই পথে না হেঁটে শেষ পর্যন্ত বিজয়ের দ্বারস্থ হয়েছে ক্রিকেট বোর্ড।

লাল-সবুজের জার্সিতে ৪৪ ওয়ানডেতে ৩০ দশমিক ৫৮ গড় এবং ৭৪ দশমিক ১৫ স্ট্রাইক রেটে এক হাজার ২৫৪ রান করেছেন বিজয়। ওয়ানডে ক্রিকেটে তিন শতকের সঙ্গে পাঁচটি ফিফটি আছেন এনামুলের।

এদিকে দেশের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন বিজয়। সেই সিরিজে তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করায় বাদ পড়েন এই ব্যাটার। এরপর ইংল্যান্ড-আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আর ডাক পাননি তিনি।

অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ৫৯ দশমিক ৫৭ গড় এবং ৯৭ দশমিক ৩১ স্ট্রাইক রেটে করেছেন ৮৩৪ রান। প্রিমিয়ার লিগে এনামুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD