নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) এ বৈঠকটি অনুষিত হবে। এর আগে, ঢাকা-নয়া দিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।