আগামীকাল নগর দক্ষিণের ২৪টি থানায় বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পক্ষ থেকে ডিএমপিতে এই চিঠি দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামীকাল ২২ আগস্ট (মঙ্গলবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় মিছিল কর্মসূচি পালিত হবে।
একইদিন বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতৃবৃন্দ মিছিল কর্মসূচি পালন করবেন। মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
দলের নেতাকর্মীদের গ্ৰেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।