শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

জাতীয় শোক দিবস, ঢামেকে উন্নত মানের খাবার-ফ্রি চিকিৎসা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:১৩ pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ।

শোকাহত জাতি গভীর শ্রদ্ধাভরে জাতীর পিতাকে স্মরণ করছে। এই জাতীয় শোক দিবসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় পতাকা অর্ধনমিত, রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও উন্নতমানের খাবার দেওয়াসহ নানা রকম উদ্যোগ হাতে নিয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য বিনামূল্যে রোগীদের টিকেট দেওয়া হবে।

নাজমুল হক বলেন, এ দিন বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনার পাশাপাশি হাসপাতালের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রোগীদের খাবার তালিকায় রাখা হয়েছে উন্নত মানের খাবার।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD