রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০১ pm

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন। রোববার (৩ সেপ্টেম্বর) বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

ফাবিহা আফিফা সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জানানো হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

সৃজনীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সৃজনী তার ছোট বোনকে সঙ্গে নিয়ে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় কাজে বেরিয়েছিলেন। সেখানে সিএনজিচালিত অটোরিকশা থেকে থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ছোট বোনকে সরিয়ে দিলেও নিজে সরে যেতে পারেননি। উল্টো পথ থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন সৃজনী। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে ফাবিহা আফিফা সৃজনী মারা যান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD