সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

ঘুষ দাবি করা সেই ওসির বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৬ am

সম্প্রতি এক গৃহবধূর কাছে সাত লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় রাজশাহী চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে প্রত্যাহার করার ঘটনায় একই উপজেলার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে ৩৭ একর এলাকায় ৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে ওসি মাহবুবুল আলমকে বলতে শোনা যায়, ‘মন্ত্রী তাকে গাইবান্ধা থেকে চারঘাটে বদলি করে এনেছেন। মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না তিনি।’ এর ব্যাখ্যায় শাহরিয়ার আলম বলেন, জনপ্রতিনিধি হিসেবে তারা প্রতিদিন শত শত সুপারিশ করেন। নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা বদলি করে দিতে হবে। তিনি এমনটি কখনো করেননি।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD