বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

কাস্টমস হাউসের ৪ সিপাহী পুলিশ হেফাজতে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৬ am

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন ৪ জনকে হেফাজতে নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

আজ (সোমবার) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। কাস্টমস হাউসের এই চার সিপাহীকে আজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD