বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

উপসহকারী কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১০:৪৩ am

সাতক্ষীরার কলারোয়ার সুশান্ত বিশ্বাস (২৫) নামে এক কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে কলারোয়ার কলাগাছি মোড় এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার এসআই শাখাওয়াত হোসেন।

সুশান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে।

তিনি দুই মাস পূর্বে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে কৃষি উপসহকারী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সুশান্ত তার মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সুশান্ত তার মাকে কিছু টাকা দিয়ে বাজার করতে পাঠায়। বাজার শেষে রাতে বাসায় এলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার মা। অনেক ডাকাডাকি করলেও সুশান্ত দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে রোববার একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD