কক্সবাজার শহরের সানমুন আবাসিক হোটেলের কক্ষ থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) কক্সবাজার থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে হোটেলের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সাইফ উদ্দিন। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতা ছিলেন।
ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে খবর পেয়ে হোটেল থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে খুন করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।