আফগানিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র করলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে শ্রীলঙ্কার। অপরদিকে আফগানদের শেষ চার নিশ্চিতের জন্য মিলাতে হবে কঠিন সমীকরণ। আর সেই সমীকরণের মারপ্যাচে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয়াটা বাস্তবিকপক্ষে অসম্ভব বললেও ভুল হবে না।
হিসেবটা সহজ হওয়াতে ম্যাচের শুরু দাপট ধরে রেখেই খেলেছে শ্রীলঙ্কা। আর সেই সুবাদে ৮ উইকেটের বিনিময়ে আফগানিস্তানের সামনে ২৯১ রানের পুঁজি দাঁড় করিয়েছে লঙ্কানরা।