সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

অফিসের কাজে এসে উঠলেন আবাসিক হোটেলে, অতঃপর…

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৪ am

মাগুরায় একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহীম উদ্দিন (৪৭) নামে এক চাকরিজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত সৈকত হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইব্রাহীম উদ্দিন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে অবস্থিত তারা বিস্কুট নামের একটি কোম্পানিতে সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) হিসেবে চাকরি করতেন।

সৈকত হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, সোমবার রাতে ওই ব্যক্তি কোম্পানির কাজে এসেছেন বলে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। খাবার খেয়ে রাত ১০টার দিকে কক্ষে ঢোকেন। সকালে ওই ব্যক্তির স্ত্রী হোটেলের ব্যবস্থাপককে কল করে জানান, ইব্রাহীম উদ্দিনের ফোনে কল করে পাওয়া যাচ্ছে না। এরপর জানালা দিয়ে হোটেলের লোকজন দেখতে পান, ওই ব্যক্তি বিছানায় শুয়ে আছেন। এমন পরিস্থিতিতে পুলিশকে জানানো হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD