দেশের কোথাও অগ্নিকাণ্ড ঘটলে দ্রুততম সময়ের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এবং এসব ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশে সব ধরনের দুর্ঘটনার জন্য আমাদের আল্লাহর ওপর ভরসা করতে হয়। আল্লাহর দয়ায়, আমরা বেঁচে আছি তেমনই মনে হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব দুর্ঘটনা রোধে যেসব ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয় না। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের উচিত তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। তারা যেন এখনই উঠে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা।
তিনি বলেন, এ মার্কেটের ব্যবসায়ী থেকে শুরু করে কর্মচারী সবাই আজ নিঃস্ব হয়ে গেল। তারা আজ পুঁজি হারিয়েছে। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দেখছি… আগুন লাগছে আবার নিভিয়ে ফেলা হচ্ছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা আসছে কিন্তু এসব দুর্ঘটনার পর যেন অতি দ্রুত নিভিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা থাকা উচিত। অতি দ্রুত যেন সেটি নিয়ন্ত্রণ করা যায় তারও ব্যবস্থা থাকা উচিত।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা দেখছি আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নেভাতে পারে না। এর কারণ তারা পানি পাচ্ছে না। তাদেরকে মানুষের বাসা থেকে পানি এনে আগুন নেভাতে হয়। এভাবে একটি নগর গড়ে উঠতে পারে না। এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। প্রতিনিয়ত আগুন লাগছে এবং মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই, কোথাও কোনো নিরাপত্তা নেই। এভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে।